নারায়ণগঞ্জে মেট্রো রেলের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে মেট্রো রেলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর রোববার সকালে শহরের চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জ শহর, আদমজী ও মদনপুরকে অন্তর্ভুক্ত করে দ্রুত মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তারা দাবি করেন, মেট্রোরেল হলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে, যা এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, নারায়ণগঞ্জ একটি জনবহুল ও বাণিজ্যিক এলাকা। এই এলাকার জীবনযাত্রা উন্নয়নে মেট্রোরেলের সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত করার বিকল্প নেই। এখানে মেট্রোরেল হলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগব্যবস্থা ব্যাপক উন্নত হবে।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।