• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:১৮:৪৬ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

কচুয়ায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় আল আরাফাহ বাসের ধাক্কায় আজহারুল ইসলাম আকাশ (২৬) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।২৮ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের কচুয়া উপজেলার কালচো নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত আজহারুল ইসলাম আকাশ কচুয়া উপজেলার ৯ নং কড়াইয়া ইউনিয়ন পূর্ব কালচো গ্রামের হাজী বাড়ির আব্দুল আউয়ালের ছেলে। সে ঢাকায় কাঁচা মালের ব্যবসা করতো।কচুয়া থানা ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে আজহারুল ইসলাম আকাশ রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতিতে আল আরাফাহ একটি বাস তাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ঘটনায় শনিবার কালচো বাজারে আল আরাফাহ কতৃপক্ষের সাথে নিহত পরিবারের সদস্যদের সাথে বৈঠক বসে। বৈঠকে আল আরাফাহ বাসের কতৃপক্ষ নিহত পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়।এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ‘সড়ক দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দায়ের করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান