• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:১৯:১৬ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

মুকসুদপুরে নিখোঁজ গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের সাত দিন পর চার মাসের অন্তঃসত্তা গৃহবধূ ইতি বেগম (২১) এর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।৩০ নভেম্বর রোববার দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের লায়েক শেখের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।প্রাথমিকভাবে পুলিশ এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে লতিফপুর গ্রামের রাসেল শেখের সঙ্গে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার দৌলতপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে ইতি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে দাম্পত্য জীবনে মনোমালিন্য ও ঝগড়াঝাঁটি চলছিল। গত ২৪ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর ইতি বেগম নিখোঁজ হন। ঘটনার তিন দিন পর, ২৭ নভেম্বর স্বামী রাসেল শেখ মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি করেন। সাত দিন পর রোববার রাতে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ পুকুর থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। মৃতদেহের হাত, পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।ওসি মোস্তফা কামাল বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ি পলাতক রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান