হরিরামপুর
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:০৫:২৩ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে আইনজীবীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলার অভিযোগে এক আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।৩০ জুলাই বুধবার বিকেলে মাচাইন বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশনেন বাল্লা ইউনিয়নের বাস্তা গ্রামের ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।মানববন্ধনে বক্তারা দাবি করেন, মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. ছালেক হোসেন প্রভাব খাটিয়ে তাদের উপর হামলা, বাড়িঘরে ভাঙচুর, লুটপাট এবং পরে উল্টো তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা করেন। এসময় তারা ছালেক হোসেন গংদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার আইনজীবী সনদ বাতিলের দাবি জানান।তারা আরও বলেন, প্রভাবশালী আইনজীবী ছালেক হোসেন তার পেশার অপব্যবহার করে নিরীহ মানুষদের হয়রানি করছেন। তাই দ্রুত সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।উল্লেখ্য, জমি বিরোধকে কেন্দ্র করে গত সপ্তাহে শেখ শহীদের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নারী-পুরুষসহ ছয়জন আহত হন। ঘটনার পরদিন হরিরামপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। অপরদিকে অভিযুক্ত আইনজীবী ছালেক হোসেনও মামলা করেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান