বিএনপি জনগণকে নিয়ে নির্বাচন করবে: গোলাম কাদের চৌধুরী
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ডা. গোলাম কাদের চৌধুরী বলেন, বিএনপি জনগণকে নিয়ে নির্বাচন করবে। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য ১৭ বছর কষ্ট করেছি। মাঠে ছিলাম, জেল খেটেছি এবং গুম হয়েছি। আমরা সকলে নির্বাচন চাই।তিনি বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। গত ১৭ বছরে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা লন্ডন থেকে পুরা দলকে নেতৃত্ব দেন। দেশের মানুষ এবং তৃণমূল তরুণদেরকে জাগ্রত করেছে।১৫ আগস্ট শুক্রবার বিকেলে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় কনকাপৈত ইউনিয়ন হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হিংগুরা যুব সমাজ আয়োজিত ফুটবল খেলার মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশে সুষ্ঠু নির্বাচন হোক। এই সুষ্ঠু নির্বাচন গত ১৭ বছর ফ্যাসিবাদের কারণে হয়নি। বিএনপি প্রথম থেকেই বলছে, আমরা নির্বাচন চাই এবং যত দ্রুত সম্ভব নির্বাচন চাই।এসময় উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ কবির শিপন, কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. জহির উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. জহিরুল কাইয়ুম জহির, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মির্জা হিরন, শুভপুর ইউনিয়নের যুবদল নেতা মোহাম্মদ বেলাল।এতে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি গাজী কবির আহমেদ।