• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:২০:৩২ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

সাঘাটায় বিদ্যালয়ের গাছ বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন এবং বিদ্যালয় চত্বরে থাকা ৬১টি গাছ বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।জানা যায়, নিয়ম অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে, গোপনে নামমাত্র মূল্যে। শুধুমাত্র মাইকিং ও নোটিশের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হয়।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী বলেন, “বিল্ডিংটি কমিটির অর্থায়নে নির্মিত, তাই মাইকিং করে দেওয়া যাবে।”স্থানীয়রা জানান, সরকারি/শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ বিক্রিতে স্বচ্ছ মূল্যায়ন, পত্রিকায় বিজ্ঞপ্তি, এবং উন্মুক্ত নিলাম প্রক্রিয়া বাধ্যতামূলক হলেও তা অনুসরণ করা হয়নি।এদিকে সিডিউল বিক্রি বেশি হওয়ায় হট্টগোলের সৃষ্টি হয় এবং পুরো বিক্রি কার্যক্রম বৃহস্পতিবার স্থগিত করা হয়।ঘটনাটি নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। স্থানীয়রা স্বচ্ছ তদন্ত ও নিয়ম মেনে প্রক্রিয়া পরিচালনার দাবি জানিয়েছেন।