• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:০৯:২৯ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

খাস জমিতে থাকা স্থাপনা উচ্ছেদ করলেন ভেদরগঞ্জের এসিল্যান্ড

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার মহীষার ইউনিয়নের সাজনপুর বাজার এলাকায় শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে এই অভিযান পরিচালনা করা হয়।৩ ডিসেম্বর বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম রাফসান রাব্বীর নেতৃত্বে সড়কের পাশে খাস জমিতে একটি দোকান উচ্ছেদ করা হয়েছে। এসময় নতুন দোকান ঘরটি ফায়ারসার্ভিসের একটি টিমের সহযোগিতায় ভেঙে গুড়িয়ে দেয়া হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম রাফসান রাব্বী বলেন, সরকারি জমিতে কোনো রকম অবৈধ স্থাপনা নির্মাণ করা সম্পূর্ণ নিষেধ। সাজনপুর এলাকায় সড়কের পাশে খাস জমিতে অবৈধভাবে নির্মিত টিনসেডের দোকান উচ্ছেদ করা হয়েছে।তিনি আরও জানান, সরকারি জমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান