কুষ্টিয়ার দৌলতপুরে নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজে মত বিনিময় সভা অনুষ্ঠিত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজে শিক্ষার উন্নয়নে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় অত্র কলেজের শিক্ষক ছাত্র মিলনায়তনে এ মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, শিক্ষক প্রতিনিধি এবং কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক মতিউর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, ভূগোল বিভাগের প্রভাষক রাফিউল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক আবুল কালাম আজাদ এবং গীতা থেকে পাঠ করেন অত্র কলেজের পদার্থবিদ্যা বিষয়ে প্রকাশক জয় চান মন্ডল।অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনে ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।