• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:১৯:০৩ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

যশোর-৫ আসনে মনোনয়ন পেলেন এ্যাড. শহীদ ইকবাল

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।প্রথম দফায় বিএনপি মনোনীত প্রার্থীদের নাম যখন ঘোষণা দেওয়া হয়েছিল, তখন যশোর জেলাধীন ৬টি আসনের মধ্য একমাত্র যশোর-৫ (মণিরামপুর) আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।এরপরই এ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনসহ একাধিক দলীয় মনোনয়ন প্রত্যাশী ছুটে যান রাজধানী ঢাকায়। একের পর এক বৈঠক করেন দলটির নীতিনির্ধারক পর্যায়ে। তারপর তারা মণিরামপুরে ফিরে আসেন। যশোর-৫ (মণিরামপুর) আসনে দলীয় প্রার্থী হিসাবে ব্যাপক প্রচারণা শুরু করেন। একই সাথে পূর্বের ন্যায় ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ অব্যাহত রাখেন।মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, ধানের শীষের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ ইকবাল হোসেনের নেতৃত্বে ধানের শীষ বিজয় সুনিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাজ করতে হবে। একই সাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় প্রার্থনা করেন তিনি।