বাঘাইছড়ি
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ভাদ্র ১৪৩২ সকাল ১১:০২:৩০ (09-Sep-2025)
  • - ৩৩° সে:

বাঘাইছড়িতে ছাত্রলীগের ৪ কর্মীকে আটক করে পুলিশে দিলো জনতা

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে গোপন মিটিংয়ে নাশকতার পরিকল্পনার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।৪ আগস্ট সোমবার দিবাগত রাতে মুসলিম ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। এসময় আরো বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে যায় বলে জানা যায়।সন্ধ্যার পর গোপন এক বৈঠকের প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও তাদের মোবাইল ফোনে কথোপকথনের ভিত্তিতে জানা যায়, ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে অনুপ্রবেশ করে নাশকতা চালানোর পরিকল্পনা ছিল তাদের।স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি ছাত্রলীগের গ্রুপ গোপনে দীর্ঘদিন ধরে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটস্যাপ প্ল্যাটফর্মে সংগঠিত হয়ে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছিল। শুরুতে এই গ্রুপের নাম ছিল ‘মুসলিম ব্লক ছাত্রলীগ’ পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘ইনশাআল্লাহ’ রাখা হয়।স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে আটক ব্যক্তিরাই মুসলিম ব্লক এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ চালায়।  আটকরা হলেন মো. বাদল, পিতা মো. আলী আহমেদ, মো. ওমর ফারুক, পিতা মো. মাসুদ, মো. সাকিব, পিতা মো. মনির হোসেন, মো. সাদ্দাম হোসেন,  পিতা মো. দেলোয়ার হোসেন।বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, আটককৃত চারজন নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয়কর্মী। তারা মেসেঞ্জার গ্রুপ খুলে নাশকতার পরিকল্পনা করছিলো; তাদের জিজ্ঞাসাবাদে ও মোবাইল ফোনের কথোপকথন এর মাধ্যমে সত্যতা পাওয়া গেছে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান