নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৩টি বাড়ি পুড়ে ছাই
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার উপজেলার মির্জাপুর দিয়ার গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়দের ধারণা, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ভিতরে থাকা মালামালসহ দোকান পুড়ে যায়।স্থানীয়রা জানান, উপজেলার বিপ্রবেলঘরিয়ার মির্জাপুর-দিয়ার গ্রামে মুনছেরের ছেলে দুলাল, হেলাল ও বেলালের বাড়িতে অগ্নিকাণ্ডে সকল আসবাবপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, তাদের আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এ বিষয়ে নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান জানান, খবর পেলে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে শীতবস্ত্র ও শুকনা খাবার প্রদান করা হয়েছে। এছাড়া প্রত্যেক পরিবারকে নগদ অর্থ প্রদান করার আশ্বাস দেন তিনি।