পদ্মার এক আইড় মাছ বিক্রি হলো ৩৩ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় জেলের জালে ধরা পড়া ১২ কেজি ওজনের একটি আইড় মাছ ৩৩ হাজার টাকা বিক্রি হয়েছে।৫ ডিসেম্বর শুক্রবার দুপুরে ওই আইড়টি বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহিরচর এলাকায় পদ্মায় জাল ফেলেন স্থানীয় জেলে মিঠু হালদার ও তার সঙ্গীরা। এ সময় তাদের জালে ধরা পড়ে বড় একটি আইড় মাছ। পরে বিক্রি করতে ওই দিন সকালে মাছটি দৌলতদিয়া ঘাট এলাকায় দুলালের আড়তে নিয়ে যান। সেখানে ১২ কেজি ওজন মেপে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে ২৭০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৪০০ টাকায় আইড়টি বিক্রি করেন ওই জেলে।এদিকে, মাছটি কেনার পর আজ দুপুরে অনলাইনে যোগাযোগ করে ঢাকা শহরের এক ব্যবসায়ীর কাছে ৩৩ হাজার টাকায় ওই আইড় মাছটি বিক্রি করেন চান্দু।দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে জেলে মিঠু হালদারের কাছ থেকে ১২ কেজির আইড় মাছটি উন্মুক্ত নিলামডাকে আমি কিনেছিলাম। পরে অনলাইনে যোগাযোগ করে কেজিপ্রতি ৫০ টাকা লাভ রেখে ৩৩ হাজার টাকায় ওই আইড়টি আমি বিক্রি করেছি।