কটিয়াদীতে ১৫ প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল খাদ্য বিক্রি, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত মোড়ক না থাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাজারের অবৈধভাবে গড়ে ওঠা কিছু দোকান উচ্ছেদ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম।অভিযানে বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এসময় অনেক খাদ্যপণ্যে মেয়াদোত্তীর্ণ কিংবা উৎপাদন-তারিখবিহীন মোড়ক পাওয়া যায়। এছাড়া ভেজাল পণ্য মজুত ও বিক্রয়ের অভিযোগও ধরা পড়ে। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকালে ইউএনও মাঈদুল ইসলাম বলেন, “মানুষের স্বাস্থ্য ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীরা ভেজাল বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি বাজারের শৃঙ্খলা ফেরাতে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”অভিযানে সহযোগিতা করেন কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হাবিব উল্লাহ খান, কটিয়াদী হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ, পৌর সচিব কারার দিদারুল মতিন, পৌর ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন, এসআই সাইদুল ইসলাম, কটিয়াদী থানা পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা। এ সময় কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মো. ইলিয়াস আলীও উপস্থিত ছিলেন এবং প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।স্থানীয় সচেতন মহল মনে করেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করলে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি অনেকাংশে কমে আসবে।