আটোয়ারীতে পরিষ্কার পানিতে আরেকবার ডুব দেওয়ায় হয়ে দাঁড়াল কাল
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে বাড়ির পাশে এক পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।১৫ আগস্ট শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব সর্দারপাড়া গ্রামেওই ঘটনাটি ঘটে। মৃত বৃষ্টি আক্তার (১১) ওই গ্রামের চইনুল আলমের মেয়ে এবং মৃত সাদিয়া আক্তার (১১) একই গ্রামের শাহিনুর ইসলামের মেয়ে।স্থানীয় ফইজুল ইসলাম জানান, জুম্মার নামাজের শেষের দিকে ৬-৭ জন বাচ্চা চইনুল আলমের বাড়ির পাশে পুকুরে গোসল করতে আসে। কিছুক্ষণ গোসল করার পর পুকুর থেকে উঠে আসতে চায়। সবাই উঠলেও তারা দুজন পরিষ্কার পানিতে আরেকবার ডুব দিতে যায়। ডুব দিতে গিয়ে দুজনেই পুকুরের গভীরে চলে যায়। সঙ্গে থাকা বাচ্চারা চিল্লাচিল্লি করলে বাড়ির আশেপাশের লোকজন ছুটে আসে। প্রথমে চইনুলের মেয়ে বৃষ্টিকে পাওয়া গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ১৫ মিনিট পরে আবার শাহিনুরের মেয়ে সাদিয়াকে পাওয়া যায়। তাকেও হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসার ডা. মো> হুমায়ুন কবির জানান, ১৫ মিনিট পর পর শিশু দু’টিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাদেরকে পরীক্ষানিরীক্ষা করে বুঝতে পারি যে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা গেছে।