ঢাকা
  • ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৮:২২ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

নবাবগঞ্জে নারীসহ সাবেক অতিরিক্ত আইজিপি শামহসুদ্দোহা গ্রেফতার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিআইডব্লিউটির সাবেক চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকারকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ওয়ান্ডারেলা পার্ক থেকে নারীসহ গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয় সূত্র জানায়, ড. শামসুদ্দোহা খন্দকার তার বাড়ি এবং পার্শ্ববর্তী জায়গা জমিতে এই পার্কটি গড়ে তোলে। ৫ আগস্ট পরবর্তী সময়ের পর থেকে তিনি এখানেই অবস্থা করছেন। এলাকাবাসীর এই নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ছিল।বিশ্বস্ত সূত্রে জানাযায়, শনিবার রাতে দুই নারী তাদের প্রাপ্য পরিশোধ নিয়ে পার্কের ভিতর বাকবিতন্ডায় জড়ালে পরে একজন ৯৯৯ ফোন করে পুলিশ ডাকে। পরবর্তীতে পুলিশের সাথে এলাকাবাসীও যোগ দেয়। এ সময় পুলিশ ও জনতা ড. শামসুদ্দোহাকে আটক করে। ওই সময় চার মহিলাকেও আটক করা হয়। পুলিশ তাদের আটক করে কোর্টে নিয়ে যায়। এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ড. শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে আটক করা হয়েছে। অপরদিকে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়নি। চার মহিলা ও পার্কের কর্মচারীকে আটক করা হয়েছে। তারা আপাতত পুলিশ হেফাজতে আছে। তাদের বেতন পরিশোধ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান