পাইকগাছায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
পাইকগাছা-ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় নিখোঁজের ৪ দিন পর কপোতাক্ষ নদের খেরসাব্রিজ সংলগ্ন এলাকা থেকে দীনেশ দাস (২২) নামে এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।৩০ নভেম্বর রোববার দুপুর ১টার দিকে স্থানীয়রা নদীর চরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। দীনেশ উপজেলার পুরাইকাটী গ্রামের গৌর দাসের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দীনেশ দাস গত ২৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিল।নিহত দীনেশের পরিবার জানায়, গত ২৬ নভেম্বর নিখোঁজের পর থেকে সম্ভাব্য সব জায়গায় ব্যাপক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। অবশেষে রবিবার দুপুরে কপোতাক্ষ নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তারা কোনো তথ্য দিতে পারেনি।থানা পুলিশ জানায়, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।নৌ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, “সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।