ট্রাকের ধাক্কায় সেনা সদস্যসহ টহল পিকআপ খাদে, আহত ১০
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় ট্রাকের ধাক্কায় আট সেনা সদস্যসহ একটি পিকআপ ও ওই ট্রাকটি খাদে পড়ে গেছে। এতে ১০ জন আহত হয়েছেন। অপর দুইজন ট্রাকের চালক ও তার সহকারি।২৬ আগস্ট মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে একজনকে রাজশাহী সিএমএইচ ও দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, মোহনপুর মডেল টাউনের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সেনাবাহিনীর পিকআপ গাড়ি ও ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে যায়।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সেনাসদস্য ল্যান্স কর্পোরাল আলাউদ্দিনকে সিএমএইচ এবং সিপাহী মো. জুয়েল রানা ও ট্রাকের হেলপার রায়হান ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ট্রাক চালককে আটক করা হয়েছে।