জিয়াউর রহমানের হত্যাকারীরাই গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা জিয়াউর রহমানকে হত্যা করেছে, তারাই আবার গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে।৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৫ বছরের মরণপণ সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রে উত্তরণের সুযোগ তৈরি হলেও যারা অতীতে জিয়াউর রহমানকে হত্যা করেছে, তারাই আবার গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে।তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করার পরও একটি মহল বারবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জাতি আজ নির্বাচিত পার্লামেন্ট গঠনে উন্মুখ হয়ে আছে। আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, তিনি দৃঢ়তার সঙ্গে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।তিনি আরও বলেন, যারা বিলম্ব হলে উপকৃত হবে বলে মনে করছে, তাদের ভুল ভাঙা উচিত। এতে বাংলাদেশের মানুষ কোনো উপকার পাবে না। প্রতিটি মুহূর্তে সজাগ থাকতে হবে।সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কারের ভিত্তি তৈরি হয়েছে। এরইমধ্যে ১৯টি প্রস্তাবের মধ্যে ১২টিতে একমত হওয়া গেছে।একজোট হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে।