• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:১৭:৫০ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

সীতাকুন্ডে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ফেনী (উত্তর) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে ফেনী র‌্যাব-৭।১৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে সীতাকুন্ড উপজেলা পরিষদের সামনে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের এসআই রাহুল দেবনাথের নেতৃত্বে এসব অস্ত্র উদ্ধার করা হয়।অভিযান সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটের সময় গোপন তথ্যের ভিত্তিতে সীতাকুন্ড থানাধীন অলিনগর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার নবী মেম্বারের বাড়ির পাশে একটি ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ২ টি দু’নলা শুটারগান, ১টি একনলা শুটারগান, ১২ পিস ১২ বোর কার্তুজ, ১৩টি দেশীয় ছুরি, ২টি দেশীয় রামদা ও ১টি বেসবল ব্যাট উদ্ধার করেছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান