ডুমুরিয়া
  • ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:৫৯:৩৬ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

ডুমুরিয়ায় ইমাম গণদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় খতিব ও ইমাম গণদের সাথে  আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনলাইন জুয়া, কিশোর অপরাধ, নারীর প্রতি সহিংসতা, নারী, শিশু, বয়স্ক ও বুদ্ধি প্রতিবন্ধীদের সুরক্ষা, মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা ও গুজব প্রতিরোধ সংক্রান্ত নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইমাম শেখ আসাবুর রহমান, ইমাম মাঈনুল ইসলাম নাঈম, মাওলানা আবু  সাঈদ, আব্দুল ওয়াদুদ, মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, খতিব মুফতি ফকরুল হাসান, মাওলানা মুস্তাক আহমেদ প্রমুখ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান