আশুগঞ্জ
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:২৬:২৮ (09-Sep-2025)
  • - ৩৩° সে:

মেঘনায় বালু উত্তোলন, আশুগঞ্জ ইউএনও’র বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ভৈরব (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফে মোহাম্মদ ছরা’র বিরুদ্ধে মেঘনায় বালু উত্তোলনে ইজারাদারের কাছ থেকে দৈনিক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উঠেছ।  এ ছাড়াও তিনি সীমানা লঙ্ঘনের অভিযোগ তুলে অভিযান চালিয়ে বালু উত্তোলনের ড্রেজার জব্দের সময় ইজারাদারের প্রতিনিধিদের কাছে থাকা বালু বিক্রির ১২ লাখ টাকাও ছিনিয়ে নেন ইউএনও।৬ সেপ্টেম্বর শনিবার সকালে ভৈরব প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ইউএনও’র বিরুদ্ধে এ অভিযোগ করেন ইজারাদার মেসার্স নাগিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তানভীর আহমেদ নাগিব।এসময় লিখিত বক্তব্যে তানবির আহমেদ নাগিব বলেন, চলতি বছরের ১৪ মে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ১৬ কোটি ৯৪ লাখ টাকার বিনিময়ে ভৈরব উপজেলার আগানগর ও সাদেকপুর ইউনিয়নের মেঘনা নদীতে বালু উত্তোলনের ইজারা দেয় মেসার্স নাগিব এন্টারপ্রাইজকে। উপজেলা প্রশাসন নির্ধারিত সীমানা বুঝিয়ে দেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি নিয়ম মেনে বৈধ ভাবে হাইড্রোগ্রাফিক জরিপের মাধ্যমে বালু উত্তোলন কার্যক্রম চালিয়ে আসছিল। নির্ধারিত নিয়মে রাজস্বও সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। কিন্তু এরপরও আশুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া প্রতিদিন এক লাখ টাকা চাঁদা দাবি করেন।এসময় তিনি আরও অভিযোগ করেন, দাবির টাকা না দেয়ায় গত মঙ্গলবার ভোরে ভৈরব সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তার ৪টি ড্রেজার ও ৫টি বাল্কহেড জব্দ করেন দু’শ্রমিককে এক বছরের সাজা প্রদান করেন। এসময় শ্রমিকদের ওপর নির্যাতন চালিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়। পরে দুই দিনের জমা এবং ড্রেজারের টাকা বাবদ প্রায় ১২ লাখ টাকা নিয়ে যাওয়ার কারণে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হয়েছে বলেও দাবি করেন তিনি।এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, তার বিরুদ্ধে আনাীত অভিযোগ অস্বীকার করে বলেন, ভৈরব এবং আশুগঞ্জে ২টি স্থানে ড্রেজারে বালি উত্তোলন করছে। তাপ বিদ্যুৎ কেন্দ্র, জাতীয় গ্রীড লাইনের ১ কি. মি. কাছাকাছি যে কেউ ড্রেজারে বালি উত্তোলন করবে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।  ভৈরবে তারা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছ থেকে বালি উত্তোলন করায় তাদের ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়েছে ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান