রামুতে বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা জব্দ, আটক ১
রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারে রামুতে সিএনজি-অটোরিকশা চালকের সিটের নিচ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।২৯ নভেম্বর শনিবার রাত ১০টায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্ট অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা পাচারের সাথে জড়িত চালক আলী জাফরকে (৩৬) আটক করে বিজিবি।আটক আলী জাফর উখিয়ার রাজা পালং তুতুর বিলের মৃত মীর আহমদের ছেলে।বিজিবি জানায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজি থামিয়ে তল্লাশি করার সময় চালক আলী জাফরের কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন চালক আলী জাফর তার সিএনজিতে ইয়াবা থাকার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে চালকের সিটের নিচে বিশেষ কৌশলে নেওয়া ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি।রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।