নওগাঁয় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।১ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ওই দুই শিশুর মধ্যে আরাফাত (৬) গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং নাইম (৪) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, কয়েকটি শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। তখন থেকেই আরাফাত আর নাইমকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজা খুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে আরাফাতের মরদেহ ভাসতে দেখা যায়। গ্রামবাসী পুকুরে নেমে আরাফাতের মরদেহ উদ্ধার করে। কিছুক্ষণ পর পুকুর থেকে নাইমের মরদেহটি উদ্ধার করা হয়।মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।