রাঙ্গুনিয়া
  • ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:৫৭:০৫ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গুনিয়ায় বর্ণাঢ্য জুলুস

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবার শরীফের আধ্যাত্নিক সংগঠন আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ এর উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দরবারের হাজারো ভক্ত ও ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণের অংশগ্রহণে আয়োজিত জুলুসটি দরবার প্রাঙ্গন থেকে বের করা হয়। পরে রাঙ্গুনিয়া কলেজ গেইট হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের প্রায় ৬ কিলোমিটার প্রদক্ষিণ করে উপজেলার পোমরা ইউনিয়নের জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসা মাঠে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।জুলুসে নেতৃত্ব দেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী নকশাবন্দী।আনজুমান-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ এর মহাসচিব মাওলানা নিজাম উদ্দিন নঈমীর সঞ্চালনায় সমাবেশে সুন্নী আলেমগণ বক্তব্য দেন।    

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান