পেছানো হলো জকসু নির্বাচন
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ এর সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।৪ ডিসেম্বর বৃহস্পতিবার জকসু নির্বাচন কমিশনের প্রকাশিত সংশোধিত তফসিলে এ তথ্য জানানো হয়।সংশোধিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের আপত্তি গ্রহন ও নিষ্পত্তি ৭ ও ৮ ডিসেম্বর, প্রার্থীদের ডোপ টেস্ট ৯ এবং ১০ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর, প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ১৫ থেকে ২৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ভোট গণনা ৩০ ডিসেম্বর এবং ফলাফল প্রকাশ ৩০ বা ৩১ ডিসেম্বর করা হবে।উল্লেখ্য, জকসু নির্বাচন ২২ ডিসেম্বর নির্ধারণ করলেও ভূমিকম্প ও পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের বন্ধ হলে নির্বাচন পেছানো হয়।