• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩২ রাত ০১:১২:৩১ (05-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

৩০০ সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সীমানার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন।এবার গাজীপুরে একটি বাড়িয়ে ছয়টি আসন এবং বাগেরহাটে একটি কমিয়ে তিনটি আসন রাখা হয়েছে।৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তা গেজেটে আকারে প্রকাশ করা হবে।নির্বাচনকে সামনে রেখে সীমানা নির্ধারণ সংক্রান্ত বিশেষায়িত কমিটি কাজ করে। তারপর ৩০০ আসনের সীমানার খসড়া ৩০ জুলাই প্রকাশ করে ইসি।দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করা হয়। পরিবর্তনের মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে এবং বাগেরহাটে একটি আসন কমানো হয়।সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হয়।সচিব জানান, সর্বমোট আপত্তি এবং সুপারিশ আবেদন এসেছে ১ হাজার ৮৯৩টি। ১০ অগাস্ট পর্যন্ত ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পাওয়া গেছে। পক্ষ ও বিপক্ষ উভয় দিক থেকেই মতামত এসেছে। মূলত আপত্তিটা আগে শোনে ইসি।২৪-২৭ অগাস্ট টানা চার দিন প্রস্তাবিত নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি ও আবেদনের ওপর শুনানি শেষ করে নির্বাচন কমিশন সচিব বলেছিলেন, পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

৫ ঘন্টা আগে















সংবাদ ছবি

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে: কামাল উদ্দিন

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ বাজারের কুমিল্লা -চাঁদপুর (আঞ্চলিক) মহাসড়কে প্রদক্ষিণ শেষ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।আলোচনা সভায় ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মোল্লা মোহাম্মদ হোসেন মাহমুদ, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল সর্দার,  হাজীগঞ্জ পৌর ছাত্রদলের  সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহার মামুন। র‍্যালিতে বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৯:৪৯
সংবাদ ছবি

বাজারে এলো আকিজ ভেঞ্চার গ্রুপের নতুন ব্র্যান্ড আকিজ ক্যাবলস

নিজস্ব প্রতিবেদক:  ডোমেস্টিক ক্যাবল দিয়ে  যাত্রা শুরু, লক্ষ্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপ-এর সহযোগী প্রতিষ্ঠান আকিজ ইলেক্ট্রিক্ ও ইলেক্ট্রনিকস লিমিটেড ৪ সেপ্টেম্বর, আকিজ হাউজ-এ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন ব্র্যান্ড “আকিজ ক্যাবলস”।প্রথম ধাপে বাজারে এসেছে ডোমেস্টিক ক্যাবলস, যা দৈনন্দিন ঘরোয়া ও বাণিজ্যিক ওয়্যারিং কাজে ব্যবহার উপযোগী। দেশে বিদ্যুতের ব্যবহার যেমন দ্রুত বাড়ছে, তেমনি নিম্নমানের তার ব্যবহারের কারণে অগ্নিকাণ্ড, শর্ট সার্কিটের মতো বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের তথ্য মতে ২০২২ ও ২০২৩ সালে দেশের মোট অগ্নিকাণ্ডের বড় অংশই ঘটেছে নিম্নমানের ওয়্যারিং ও নকল তার ব্যবহারের কারণে—২০২২ সালে ৩৬.৮% এবং ২০২৩ সালে ৩৮% । এই পরিস্থিতিতে আকিজ ক্যাবলস দিচ্ছে নিরাপদ, টেকসই ও মানসম্মত সমাধান, যা নিশ্চিত করবে সঠিক বৈদ্যুতিক সংযোগ, কমাবে বিদ্যুৎ অপচয় এবং দীর্ঘমেয়াদে আপনার ঘরকে রাখবে সুরক্ষিত।বাংলাদেশের ক্যাবল শিল্প প্রতিবছর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করছে। সরকারি অবকাঠামো উন্নয়ন, আবাসন খাতের সম্প্রসারণ এবং গ্রামীণ বিদ্যুতায়ন প্রকল্প এই বাজারকে আরও প্রসারিত করছে। ইতোমধ্যে একাধিক দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড প্রতিযোগিতায় থাকলেও, আকিজ ভেঞ্চারের প্রবেশ শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।আকিজ ক্যাবলসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী মনোয়ারা বেগম। আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান এস.কে. শামীম উদ্দিন জানান, খুব শীঘ্রই আকিজ ক্যাবলস বাজারে আনতে যাচ্ছে মিডিয়াম ভোল্টেজ, হাই ভোল্টেজ, সুপার এনামেল, টেলিকমিউনিকেশন এবং অপটিক্যাল ফাইবার ক্যাবল।আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স-এর বিজনেস হেড এ.এস.এম. আওয়াল বলেন  “আকিজ ভেঞ্চার গ্রুপের প্রতিটি উদ্যোগের মূল লক্ষ্যই হলো গ্রাহকের আস্থা অর্জন করা। সেই লক্ষ্যকে সামনে রেখে আকিজ ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স সবসময় মানসম্মত, নিরাপদ ও আধুনিক প্রযুক্তিনির্ভর পণ্য বাজারে নিয়ে আসছে। আকিজ ক্যাবলের সংযোজন আমাদের সেই অঙ্গীকারকেই আরও সুদৃঢ় করেছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি নিরাপদ সংযোগই আগামীর জন্য একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করবে।এ সময় সিনিয়র মার্কেটিং ম্যানেজার আসাদুজ্জামান দীপু বলেন-“আমরা বিশ্বাস করি, প্রতিটি ঘর ও প্রতিটি প্রতিষ্ঠানের জন্য নিরাপদ সংযোগ অপরিহার্য। তাই গ্রাহকের আস্থা ও নিরাপত্তাকে সর্বাগ্রে রেখে আমরা দিচ্ছি মানসম্মত ক্যাবল ও নিরবচ্ছিন্ন বিক্রয়োত্তর সেবা। আমাদের লক্ষ্য একটাই—আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা।উল্লেখ্য: পণ্যটি সারা দেশের দোকান ও ডিলার পয়েন্টে পাওয়া যাবে। প্রতিটি ক্যাবলের সাথে থাকছে শর্তসাপেক্ষে ২৫ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টির নিশ্চয়তা।

৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:১৪
গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান ক্লোজড

গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান ক্লোজড

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে ক্লোজড করা হয়েছে। তাকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে সদর দপ্তরে রিপোর্টের নির্দেশ দেওয়া হয়েছে।এ নির্দেশনার অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবসহ সাতজন সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।এদিকে, জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খানের ব্যবহৃত ব্যক্তিগত সাদা রঙের গাড়ি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত কি না, সে বিষয়ে অনুসন্ধানের আবেদন করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। গত ২৮ আগস্ট দুদক চেয়ারম্যানের কাছে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাদিম মাহমুদ ও ইয়াছিন আলফাজ এ আবেদন করেন।তারা আবেদনে উল্লেখ করেন, নাজমুল করিম খানের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটি দুদক আইনের তফশিলভুক্ত অপরাধের আওতাভুক্ত। তাই আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে অনুসন্ধান শুরু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:২৬:৩৪
সংবাদ ছবি

হার্ভার্ডের তহবিল কাটছাঁটে ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল মার্কিন আদালতে

আন্তর্জাতিক ডেস্ক: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছে দেশটির ফেডারেল আদালত। আদালত বলছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীন মত প্রকাশের অধিকার লঙ্ঘন করেছে। খবর বিবিসির।স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) বিচারক অ্যালিসন বারোজ এই রায় দেন। রায়ে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের প্রায় ২ বিলিয়ন ডলার গবেষণা তহবিল স্থগিত করার সিদ্ধান্ত ছিল বেআইনি। বিচারক এই স্থগিতাদেশ শুধু বাতিলই করেননি, বরং সরকার যেন চলমান অনুদানগুলোর অর্থ আটকে না রাখে, সেই বিষয়েও নিষেধাজ্ঞা জারি করেছেন।ট্রাম্প প্রশাসন গত এপ্রিল মাসে হার্ভার্ডের বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষ এবং ‘র‍্যাডিক্যাল বামপন্থী’ মতাদর্শের অভিযোগ এনেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়টির তহবিল স্থগিত করা হয়।তবে বিচারক বারোজ তার রায়ে বলেন, হার্ভার্ডে ইহুদি-বিদ্বেষের উপস্থিতি থাকলেও এটি তহবিল বাতিলের আসল কারণ ছিল না। তিনি মনে করেন, সরকার নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দিতে এই ইস্যুটিকে ব্যবহার করেছে।আদালতের এই রায় হার্ভার্ডের জন্য একটি বড় বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়টি তহবিল স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিল। তবে ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। এর ফলে হার্ভার্ডের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আইনি লড়াই অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:০৪:৪৬
সংবাদ ছবি
জামিন চাইতে আদালতে হাজির হলেন পরীমনি
২৭ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৩৩:৩২

সংবাদ ছবি
মারা গেছেন চিত্র নায়িকা অঞ্জনা
৪ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:০৯:৪১

সংবাদ ছবি
নতুন লুকে বিদ্যা সিনহা মিম
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ১২:১০:২১

সংবাদ ছবি
পরীমণির প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত
২৩ নভেম্বর ২০২৪ সকাল ১১:৩২:১১

সংবাদ ছবি
দুবাইয়ে মেগাস্টার ফ্যান ক্লাবের পক্ষ থেকে শাকিব খানের জন্মদিন পালন

বিশেষ প্রতিনিধি: ২৮ মার্চ ছিলো শাকিব খানের ৪৪তম জন্মদিন। এই দিনটি উদযাপনের জন্য তার ভক্ত, বন্ধু, সহশিল্পী এবং শুভাকাঙ্ক্ষীরা অভিনেতাকে তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মেগাস্টার ফ্যান ক্লাবের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি বিশেষ জন্মদিন উদযাপনের পার্টির আয়োজন করা হয়েছে।শাকিব খান ১৯৭৯ সালের ২৮ মার্চ জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে শাকিব খান তার নৃত্যশিল্পী আজিজ রেজার সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) যান, যেখানে তিনি একজন আলোকচিত্রীর সাথে দেখা করেন, যিনি তাকে একটি ফটোশুটে অংশ নিতে বলেন।এরপর ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। এরপর খুব অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে দেশের অন্যতম সফল চলচ্চিত্র অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।শাকিব খান  “আমার স্বপ্ন তুমি”, “চাচু”, “কোটি টাকার কাবিন”, “দাদিমা”, “বিয়ে বাড়ি”, “এক টাকার বউ”, “মনে প্রাণে তোমার”,  “ভালোবাসার লাল গোলাপ”, “টাইগার নাম্বার ওয়ান”, “নম্বর ওয়ান”, “খান নম্বর ওয়ান”, “মানসিক”, “শিকারি”, “বসগিরি”, “প্রিয়তোমা”সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।  ।শাকিব খান একজন প্রযোজকও। তার প্রযোজিত প্রথম সিনেমা ‘হিরো: দ্য সুপারস্টার’।  এরপর বেশ কয়েকটি চলচ্চিত্র তিনি প্রযোজনা করেছেন।শাকিব বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

৩০ মার্চ ২০২৫ রাত ১১:২৬:৩১

সংবাদ ছবি
দুর্ঘটনার কবল থেকে বাঁচলেন পূজা চেরি
২২ নভেম্বর ২০২৪ সকাল ১১:০৭:৪০


সংবাদ ছবি
অভিনেতা মাসুদ আলী খান আর নেই
৩১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৬:১১

সংবাদ ছবি
বলিউড অভিনেতা মনোজ কুমার আর নেই

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা মনোজ কুমার মারা গেছেন। ৪ এপ্রিল শুক্রবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।চিকিৎকরা জানিয়েছেন, তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগজনিত জটিলতা। এ ছাড়া দ্বিতীয় কারণ ছিল ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস।জানা যায়, ১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের (বর্তমান খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান) অ্যাবটাবাদ শহরে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। তার আসল নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী। মনোজ কুমার ১৯৫৭ সালে বলিউডে পা রাখেন ফ্যাশন শো’র মাধ্যমে। এরপর ১৯৬১ সালে ‘কাঁচ কি গুড়িয়া’,‘পুরব অউর পশ্চিম’ এবং ‘ক্রান্তি’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন।

৪ এপ্রিল ২০২৫ দুপুর ১২:২৩:৫৪

সংবাদ ছবি
আলোকচিত্রীদের দেখে রেগে গেলেন সারা
১ এপ্রিল ২০২৪ দুপুর ১২:০৫:৫৯

সংবাদ ছবি
চলে গেলেন কিংবদন্তি গায়ক পঙ্কজ উদাস
২৬ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:০৮:৫৮

সংবাদ ছবি
পুলিশে নিয়োগ পরীক্ষায় সানি লিওনের ছবি!
১৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:১১:৪১



সংবাদ ছবি
৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
১১ মার্চ ২০২৪ সকাল ১০:১১:৪৫

সংবাদ ছবি
হলিউডে অভিষেক হচ্ছে ওবামাকন্যা মালিয়ার
২২ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৪৭:৩২

সংবাদ ছবি
আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কে বসেছিল ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের এবারের আসর। সেখানে বিশ্বের সেরা টিভি শোগুলিকে সম্মানিত করা হয়েছে। যার মধ্যে ২১টি দেশ থেকে প্রতিযোগীদের মনোনীত করা হয়েছিল।এবার এমি জিতে চমক দেখিয়েছে ‌‘ড্রপস অফ গড’। এটি সেরা ড্রামা সিরিজ হিসেবে জিতেছে। টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে জিতেছেন এমি। সেরা অভিনেত্রী হিসেবে জয়ী হয়েছেন আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং। ‘ডিভিশন প্যালার্মো’ সেরা কমেডি সিরিজ হিসেবে জিতেছে। ‘লিবেস কিন্দ’ জিতেছে সেরা মিনিসিরিজের স্বীকৃতি।‘ড্রপস অফ গড’ একটি ফ্রেঞ্চ-আমেরিকান-জাপানী মাঙ্গা অভিযোজন। অ্যাপল টিভি+ তে আশির দশকের গল্পে অস্ট্রেলিয়ান সিরিজ ‘দ্য নিউজরিডার’, আর্জেন্টিনার আমাজন প্রাইম ভিডিওর গুপ্তচর থ্রিলার ‘ইওসি’, ‘দ্য রিগ্রেটফুল স্পাই’ এবং ভারতের ডিজনি+/হটস্টারের সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-কে পরাজিত করে ‘ড্রপস অব গড’ পুরস্কার জিতে নিয়েছে।ব্রিটিশ অভিনেতা টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছে ‘দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট’ সিরিজে অভিনয়ের জন্য। তিনি ব্রাজিলের অভিনেতা জুলিও আন্দ্রাদে, ফ্রান্সের লরেন্ট লাফিট এবং তুরস্কের হালুক বিলগিনারের সঙ্গে প্রতিযোগিতা করেছিলেন।আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং সেরা অভিনেত্রী হয়েছেন ‘হাঙ্গার’ সিরিজে অভিনয় করে। তার সঙ্গে মনোনীত অন্য প্রতিযোগীরা ছিলেন যুক্তরাজ্যের জেসিকা হাইনস, ফ্রান্সের সারা গিরাউদো এবং মেক্সিকোর আদ্রিয়ানা বারাজা।সেরা কমেডি ক্যাটেগরিতে আর্জেন্টিনার ‘ডিভিশন প্যালার্মো’ পুরস্কৃত হয়েছে। এই কমেডি সিরিজটি একদল লোকের গল্প, যারা সামাজিক সংখ্যালঘুদের থেকে একত্রিত হয়ে একটি পাড়া রক্ষা গার্ড গঠন করে। ‘ডিভিশন প্যালার্মো’ অস্ট্রেলিয়ার ‘ডেডলক’, দক্ষিণ কোরিয়ার ‘ডেইলি ডোজ অফ সানশাইন’ এবং ফ্রান্সের ‘এইচপিআই’ সিরিজকে পরাজিত করে জয় লাভ করেছে।ভারতীয় কমেডিয়ান এবং অভিনেতা বির দাস ২০২৩ সালে নেটফ্লিক্স স্পেশাল ল্যান্ডিং এর জন্য আন্তর্জাতিক এমি পুরস্কার জিতেছিলেন। এ বছর এই পুরস্কারের অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ওমর সাই, প্রযোজক মাইকেল প্রেসম্যান এবং অভিনেত্রী জেন সিমুর। সাই ফরাসি টিভি প্রতিষ্ঠান গোমন্তের সিইও সিডনি ডুমাসকে ইন্টারন্যাশনাল এমি ডিরেক্টোরেট অ্যাওয়ার্ড প্রদান করেন, এবং প্রখ্যাত হলিউড শো-রানার ডেভিড ই. কেলি তার ইন্টারন্যাশনাল এমি ফাউন্ডার্স অ্যাওয়ার্ড প্রেসম্যানের হাত থেকে গ্রহণ করেন।২০২৪ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের পুরস্কৃত তালিকা:সেরা ড্রামা সিরিজবিজয়ী : ড্রপস অফ গড (ফ্রান্স)দ্য নিউজরিডার – সিজন ২ (অস্ট্রেলিয়া)দ্য নাইট ম্যানেজার (ভারত)ইওসি, দ্য রিগ্রেটফুল স্পাই – সিজন ২ (আর্জেন্টিনা)সেরা কমেডিবিজয়ী : ডিভিশন প্যালার্মো (আর্জেন্টিনা)ডেইলি ডোজ অফ সানশাইন (দক্ষিণ কোরিয়া)ডেডলক (অস্ট্রেলিয়া)এইচপিআই – সিজন ৩ (ফ্রান্স)সেরা মিনিসিরিজবিজয়ী : লিবেস কিন্দ [ডিয়ার চাইল্ড] (জার্মানি)অ্যান্ডারসন স্পাইডার সিলভা (ব্রাজিল)ডেফ ভয়েস (জাপান)দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট (যুক্তরাজ্য)সেরা অভিনেতাবিজয়ী : টিমোথি স্পল ইন দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট (যুক্তরাজ্য)জুলিও আন্দ্রাদে ইন লিভিং অন এ রেজরের এজ (ব্রাজিল)হালুক বিলগিনার ইন সাহসিয়েত (তুরস্ক)লরেন্ট লাফিট ইন টাপি (ফ্রান্স)সেরা অভিনেত্রীবিজয়ী : আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং ইন হাঙ্গার (থাইল্যান্ড)আদ্রিয়ানা বারাজা ইন এল উলটিমো ভাগন (মেক্সিকো)সারা গিরাউদো ইন টুট ভা বিয়েন (ফ্রান্স)জেসিকা হাইনস ইন থের শি গোজ (যুক্তরাজ্য)ডকুমেন্টারিবিজয়ী : অটো ব্যাক্সটার: নট আ ফ** হরর স্টোরি (যুক্তরাজ্য)দ্য বিলিয়নেয়ার, দ্য বাটলার অ্যান্ড দ্য বয়ফ্রেন্ড (ফ্রান্স)দ্য এক্সাইলস (সিঙ্গাপুর)ট্রানসো (ব্রাজিল)স্পোর্টস ডকুমেন্টারিবিজয়ী : ব্রাউন: দ্য ইমপসিবল ফর্মুলা ১ স্টোরি (যুক্তরাজ্য)টান সারকাস দে লা নুবেস (মেক্সিকো)ট্যুর দে ফ্রান্স (ফ্রান্স)হু আই অ্যাম প্যারালিম্পিক (জাপান)নন-স্ক্রিপ্টেড এন্টারটেইনমেন্টবিজয়ী : দ্য রেস্টুরেন্ট দ্যাট মেকস মিস্টেকস (বেলজিয়াম)দ্য সামিট (অস্ট্রেলিয়া)দ্য ব্রিজ সাউথ আফ্রিকা (দক্ষিণ আফ্রিকা)এনিথিং গোয়েজ (মেক্সিকো)কিডস : অ্যানিমেশনবিজয়ী : ট্যাবি মকট্যাট (যুক্তরাজ্য)ওয়েক আপ, কার্লো! (ব্রাজিল)মিস্ট্রি লেন (ফ্রান্স)শার্কডগ – সিজন ৩ (সিঙ্গাপুর)কিডস : ফ্যাক্টুয়ালবিজয়ী : দ্য সিক্রেট লাইফ অফ ইউর মাইন্ড (মেক্সিকো)মাই লাইফ: ইভা’স হ্যাভিং আ বল (যুক্তরাজ্য)দ্য তাকালানি সেসামি বিগ ফিলিংস স্পেশাল (দক্ষিণ আফ্রিকা)লিভিং লাইব্রেরি (নেদারল্যান্ডস)

২৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:২৭:৩১
ফরিদা ইয়াসমিন পারভীনের একক চিত্র প্রদর্শনী ‘কালার্স অব ন্যাচার’

বিনোদন ডেস্ক: সম্প্রতি রাজধানীর ধানমন্ডির শফিউদ্দীন শিল্পালয়ে শেষ হলো ’কালার্স অব ন্যাচার’ শিরোনামে চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীনের একক চিত্র প্রদর্শনী। ৭৫টি ছবিতে শিল্পী ফুটিয়ে তুলেছেন প্রকৃতির নানা রঙের ভিন্ন ভিন্ন গল্প। এটির তার দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী।সভ্যতার শুরুতেই শিল্পের স্বীকৃতি পাওয়া প্রায় ৬০ হাজার বছরের পুরনো শিল্প– চিত্রকর্ম। এক্রেলিক রঙে শিল্পী এঁকেছেন ফুল-পাখি-মাছ ফেনীল সমুদ্র, ফুটিয়ে তুলেছেন মৃত্তিকা-প্রকৃতি আর প্রাণী জগতের নানা দৃশ্য। কখনো দেশ, কখনো মহাদেশ কখনও-বা নজর হারানো গভীরতা। এসবেই মুগ্ধতা ছড়াচ্ছে দর্শনার্থীদের মধ্যে।শিশু থেকে বৃদ্ধ সাধারণ থেকে অসাধারণ সবার কাছেই শিল্পীর তুলির আঁচড় যেন ভালোলাগার থেকেও বেশি কিছু। প্রকৃতির সব রঙ ধরা দিয়েছে চার দেয়ালের বন্দী বাক্সে। আর তাই শহুরে জীবনে এই প্রদর্শনী যেন প্রাণের সঞ্চার।গত শুক্রবার বিকালে চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভীর সভাপতিত্বে অন্যান্য অতিথীদের সাথে নিয়ে প্রদর্শনী উদ্বোধন করেন শিল্প বিষয়ক লেখক, অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম। কালার্স অব ন্যাচারের মিডিয়া পার্টনার এসএ টিভি।

৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৭:০৫
সংবাদ ছবি

দাপুটে জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: দাপুটে জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। ফেভারিট হিসেবেই নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। মাঠেও তার প্রমাণ দিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে ডাচদের ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা।১ সেপ্টেম্বর সোমবার সিলেটে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১০৪ রানের লক্ষ্য দেয় নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে ৪১ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ। এতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে তারা।সহজ লক্ষ্য করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন ওপেনার পারভেজ ইমন। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ২১ বলে ২৩ রান করে ফেলেন এই বাঁ-হাতি ব্যাটার। এরপর লিটনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার তানজিদ তামিম।লিটনের সঙ্গে ৪১ বলে ৫০ রানের জুটি গড়েন তিনি। এ ছাড়াও ৩৯ বলে নিজের ফিফটি তুলে নেন তামিম। শেষ পর্যন্ত লিটনের ১৮ রান এবং তামিমের ৪০ বলের অপরাজিত ৫৪ রানে ভর করে ৪১ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ডাচরা। তৃতীয় ওভারে নাসুম আহমেদকে বোলিংয়ে আনেন লিটন। আর এই সুযোগ কাজে লাগিয়ে জোড়া উইকেট তুলে নিয়ে একাদশে নিজেকে যোগ্য প্রমাণ করেন তিনি।ওভারের দ্বিতীয় বলে ম্যাক্স ও’ডাউড (৮) এবং পরের বলে তেজা নিদামানুরুকে ডাক আউট করেন এই টাইগার স্পিনার। অপর প্রান্ত থেকে রান তোলার চেষ্টা করেন আরেক ওপেনার বিক্রমজিৎ সিং। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৭ বলে ২৪ রান করে তাসকিনের প্রথম শিকার হন এই বাঁ-হাতি ব্যাটার।চতুর্থ উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। কিন্তু মাত্র ৯ রান করে মোস্তাফিজের বলে ক্যাচ আউট হন তিনি। এরপরই শুরু হয় ডাচদের উইকেট মিছিল। নোয়াহ ক্রুস (২), শারিজ আহমেদ (১২), সিকান্দার জুলফিকার (২), কাইল ক্লেইন (৪) ও  পল ফন মিকেরেন (৩) রানে আউট হলে ৮১ রানে ৯ উইকেট হারায় সফরকারীরা।শেষ দিকে লড়াই করতে থাকেন আরিয়ান দত্ত। তবে ১৮তম ওভারের দ্বিতীয় বলে এই ডান হাতি ব্যাটার বোল্ড আউট হলে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। ২৪ বলে ৩০ রান করেছেন আরিয়ান।প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বেশ ভুগেছেন নেদারল্যান্ডসের ব্যাটাররা। নাসুম আহমেদ-মুস্তাফিজুর রহমানদের সামনে ভালোভাবে দাঁড়াতেই পারেননি ডাচরা।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন নাসুম আহমেদ। এ ছাড়াও তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান দুটি করে শিকার করেন। আর শেখ মাহেদী ও তানজিম হাসান সাকিব নেন একটি করে উইকেট।

২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩৪:৫৩












সংবাদ ছবি

বদলগাছীতে স্বল্প মেয়াদী ধানের চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে খরা সহিষ্ণু, উচ্চফলনশীল ও স্বল্প মেয়াদী ধানের জাত বিনাধান-১৯ এবং বিনাধান-২১ চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।২০ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের বাস্তবায়নে বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে উপজেলা কৃষি অফিস।মাঠ দিবসে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আজাদুল হকের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা, ময়মনসিংহের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমিন, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, বালুভরা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা নাহিদ হাসনাত প্রমুখ ।এসময় উপস্থিত ছিলেন বালুভরা ইউনিয়নের কোমারপুর এলাকার কৃষক-কৃষাণিরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বল্প মেয়াদী ধানের জাত বিনাধান-১৯ ও বিনাধান-২১ অন্যান্য জাতের তুলনায় অধিক ফলনশীল। এগুলো চাষে পানির প্রয়োজন কম, রোগ ও পোকামাকড়ের আক্রমণও কম হয়। ধানগুলো চিকন চাল হওয়ায় বাজার চাহিদাও বেশি। দ্রুত চাষাবাদ সম্ভব হওয়ায় কৃষকদের সময় ও খরচ সাশ্রয় হয়। এই জাত দুটি দেশের ধান উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন উপস্থিত বিশেষজ্ঞরা।

২১ আগস্ট ২০২৫ দুপুর ১২:১৩:০১
সংবাদ ছবি

হিটের উপ-প্রকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের সাথে ইউজিসির চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় নির্বাচিত ১৫১টি উপ-প্রকল্প বাস্তবায়নে দেশের ৪৩টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৭ আগস্ট বুধবার এই চুক্তি স্বাক্ষরিত হয়।ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং উপ-প্রকল্পপ্রাপ্ত পাবলিক ও বেসরকারি বিশ্বিবিদ্যালয়ের রেজিস্ট্রারগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ।ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, বিশ্ব ব্যাংকের প্রাকটিস ম্যানেজার কেইকো ইনোউএ, লিড ইকোনোমিস্ট ও টেকনিক্যাল অ্যাডভাইজার টবি লিনডেন, টাস্ক টিম লিডার টিএম আসাদুজ্জামান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাব-প্রজেক্ট ম্যানেজারগণ বক্তব্য দেন।অনুষ্ঠানে হিটের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান সাব-প্রজেক্ট নির্বাচন প্রক্রিয়াসহ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন।ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, হিটের উপ-প্রকল্প নির্বাচনে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।  তিনি উপ-প্রকল্পপ্রাপ্ত শিক্ষক ও গবেষকদের লক্ষ্যমাত্রা পূরণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। তিনি এ কাজে বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিনসহ সংশ্লিষ্ট অংশীজনকে তাঁদের সহযোগিতা করার পরামর্শ দেন।প্রফেসর তানজীমউদ্দিন খান প্রকল্পপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রকল্পের সকল কাজ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। তিনি আরও বলেন, গত এক বছরে নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এই প্রকল্পের অর্থ জনগণের করের টাকা ও বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে বলে তিনি জানান।অনুষ্ঠানে ইউজিসি’র পরিচালকসহ বিশ্ববিদ্যালয়, বিশ্বব্যাংক ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, হিট প্রকল্পের অধীনে বিভিন্ন উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের থেকে উন্মুক্ত প্রতিয়োগিতার মাধ্যমে প্রকল্প প্রস্তাব আহ্বান করা হয়। এতে মোট ১৪৮১টি উপ-প্রকল্প প্রস্তাব জমা হয়। যাচাই বাছাই শেষে ১৫১টি উপ-প্রকল্প চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি (২০২৩-২৮) হিট প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। শিক্ষা মন্ত্রণালয়াধীন এই প্রকল্প ইউজিসি বাস্তবায়ন করছে।

২৮ আগস্ট ২০২৫ দুপুর ১২:০৮:৪৫