• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:২৫:২৩ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

খালেদা জিয়ার আরোগ্য কামনায় জাসাস কেন্দ্রীয় কমিটির দোয়া

৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:০৪:৫৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর বাড্ডা বরকতপুর এতিমখানায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ad

৩ ডিসেম্বর বুধবার বাদ জোহর অনুষ্ঠিত এ মাহফিলে এতিমখানার শিক্ষার্থী, হাফেজ ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে ধর্মীয় পরিবেশে দোয়া পরিচালনা করা হয়।

Ad
Ad

জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান দোয়া মাহফিলে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা আজ জাতির প্রত্যাশা। আমরা সারাদেশে জাসাসের পক্ষ থেকে দোয়া ও প্রার্থনার কর্মসূচি অব্যাহত রাখছি। আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন-আমরা এই বিশ্বাস রাখি।

তিনি আরও বলেন, “জাসাস সব সময় মানবিক উদ্যোগে পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের কল্যাণ, শিল্প–সংস্কৃতির বিকাশ এবং মানুষের সুখ–দুঃখে পাশে থাকা আমাদের অঙ্গীকার।”

জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা আজ দেশের কোটি মানুষের কামনা। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আমাদের এই দোয়া মাহফিলের আয়োজন। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি শিগগিরই সুস্থ হয়ে জাতির সামনে ফিরে আসবেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা জাতির একটি বড় প্রত্যাশা। দেশবাসীর দোয়া ও প্রার্থনা তাঁর দ্রুত আরোগ্যের পথ সুগম করবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত শেষে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি–সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাসাস নেতৃবৃন্দ জানান, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জাসাস কেন্দ্রীয় কমিটি এই ধরনের দোয়া মাহফিল বিভিন্ন স্থানে অব্যাহত রাখবে।

মাহফিল শেষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ঝিনাইদহে বইয়ের মোড়ক উন্মোচন
৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২৪:০৮

সংবাদ ছবি
বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন কনকচাঁপা
৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫২:৫১





সংবাদ ছবি
কলকাতায় ৫ বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড
৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:১৮:১৫





Follow Us