• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:২৬:৫৫ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লাতিন বাংলা সুপার কাপে মুখোমুখি বাংলাদেশ-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠছে লাতিন বাংলা সুপার কাপ ফুটবলের। ৫ ডিসেম্বর শুক্রবার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারের মুখোমুখি হবে ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। এই টুর্নামেন্টের তৃতীয় দল আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাব।৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেয় তিন দল। ব্রাজিল ও আর্জেন্টিনা দল শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করলেও বাংলাদেশের কোচ ইমরুল হাসান জানালেন, লাতিন ফুটবলারদের সঙ্গে খেলাটাই তাদের কাছে বড় অভিজ্ঞতা।তিনি বলেন, ‘ব্রাজিল ও আর্জেন্টিনার দল সম্পর্কে খুব বেশি কিছু জানি না। তবে লাতিন ফুটবলের সঙ্গে পরিচয় হওয়ার এটি দুর্দান্ত সুযোগ। আমাদের ফুটবলাররা অনেক কিছু শিখবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।’রেড গ্রিন ফিউচার স্টার মূলত অনূর্ধ্ব-১৭ দল। সদ্য সমাপ্ত এশিয়ান কাপ বাছাই দলের ১৯ জন ফুটবলারসহ দলে রয়েছে চারজন প্রবাসী খেলোয়াড়। সুপার কাপের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ১১ ডিসেম্বর।দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় যুক্তরাষ্ট্র প্রবাসী বিতোশোক চাকমা বলেন, ‘টুর্নামেন্ট নিয়ে আমি খুব শিহরিত। ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে ভালো খেলতে চাই। ম্যাচ কঠিন হবে, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’অন্যদিকে, লাতিন আমেরিকার দু’দলই এসেছে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাবের কোচ বলেন, ‘আমরা আর্জেন্টিনার স্কিল দেখানোর জন্য প্রস্তুত। সেরা ফুটবলার নিয়ে দল সাজানো হয়েছে।’ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের কোচ লিওনার্দো জানান, ‘বাংলাদেশে এসে আমরা খুশি। এখানকার মানুষ ফুটবল ভালোবাসে। আমরা সেরা খেলাটা খেলতে চাই এবং টুর্নামেন্ট জিততে চাই। বাংলাদেশও ভালো দল, তাই ম্যাচ সহজ হবে না।’ব্রাজিল দলের গোলরক্ষক ড্যানিয়েল বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আমরা এসেছি। আর্জেন্টিনাও জয়ের জন্য এসেছে। তাই প্রতিটি ম্যাচই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’বাফুফের সহযোগিতায় টুর্নামেন্টটি আয়োজন করছে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান জানান, ‘অনলাইনের পাশাপাশি দর্শকরা ম্যাচের দিন স্টেডিয়ামের গেট থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন।’