• ঢাকা
  • |
  • রবিবার ২৩শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:৫৫:৫৬ (07-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

হাসিনা-কাদের-শামীম ওসমানসহ অজ্ঞাত ১৫০ জনের নামে হত্যা মামলা

নারায়ণগঞ্জ  প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, কৃষক লীগের সাবেক কোষাধ্যক্ষ সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি ও নাসিক ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের নাম উল্লেখ করে মামলা করেছেন মোহাম্মদ সজীব এর পিতা মো. সালাউদ্দিন।৭ সেপ্টেম্বর রোববার নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম। এর আগে গত ৪ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা।নিহত সজিবের বাবা মো. সালাউদ্দিন মামলায় উল্লেখ করেছেন, তার ছেলে সজিব (শহীদদের গেজেটে নং ৫৩৬) নারায়ণগঞ্জের শিমরাইলস্থ আহসান উল্লাহ সুপার মার্কেটের একটি দোকানে চাকরি করতেন। ঘটনার দিন দোকান বন্ধ হয়ে গেলে তিনি ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেন। এরপর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশনা ও পরিকল্পনায় সংগঠিত গুলিবর্ষণে সজিব গুলিবিদ্ধ হয়ে নিহত হন।বাদীর দাবি, শেখ হাসিনার ‘হুকুমে’, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ‘পরিকল্পনায়’ এবং শামীম ওসমানের নেতৃত্বে স্থানীয় ও বিভিন্ন জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলায় অংশ নেন। গুলিবিদ্ধ অবস্থায় সজিবকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল নিয়ে গেলে দুপুর ১টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর থানা কর্তৃপক্ষ মামলা না নেওয়ায় বাদী আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে অবশেষে প্রায় দেড় বছর পর মামলাটি থানায় নথিভুক্ত হয়।