• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:২৬:০০ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

সালাহর রেকর্ডে লিভারপুলের জয়

২ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:৫৬

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ হারের পর জয়ের দেখা পেলো লিভারপুল।

Ad

১ নভেম্বর শনিবার রাতে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিন নিজের ব্যক্তিগত একটি রেকর্ডও করেছেন লিভারপুল ফরোয়ার্ড সালাহ।

Ad
Ad

লিভারপুলের জয়ে গোল করেছেন মোহাম্মদ সালাহ ও রায়ান গ্র্যাভেনবার্চ। ক্লাবের হয়ে সালাহর এটি ২৫০তম গোল। জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে লিভারপুলের অবস্থান তৃতীয়।

ঘরের মাঠ এনফিল্ডে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় লিভারপুল। তবে প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না দলটি।

বিরতির ঠিক আগে প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের ভুলে গোলের সুযোগ মিস করেননি সালাহ। ভুল পাসের বল ডান পায়েই জালে পাঠান তিনি।

লিভারপুলের হয়ে এটি সালাহর ২৫০তম গোল। ইয়ান রাশে ৩৪৬ টি ও রজার হান্টের ২৮৫ টির পর ক্লাবের তৃতীয় খেলোয়াড় হিসেবে আড়াইশ গোলের মাইলফলক স্পর্শ করলেন সালাহ।

দ্বিতীয়ার্ধে আরেকটি গোল পায় লিভারপুল। ৫৮ মিনিটে রায়ান গ্র্যাভেনবার্চের দারুণ শটে ২-০ হয় স্কোরলাইন। বাকি সময় আর কোনো গোল না হলেও সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের দল।

ম্যাচের পর সালাহর প্রশংসা করে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, ‘এক ক্লাবের হয়ে ২৫০ গোল করা অবিশ্বাস্য। আজ সে শুধু আক্রমণেই না, রক্ষণেও দারুণ খেলেছে।’

চার ম্যাচের হতাশা কাটিয়ে জয়ে সালাহ উচ্ছসিত কণ্ঠে বলেন, ‘জয়টা খুব দরকার ছিল। আমরা কিছু ম্যাচ হেরেছি। এখন আবার জয়ের পথে ফিরেছি। লিভারপুলের মতো ক্লাবের হয়ে ২৫০ গোল করা সত্যিই গর্বের।’

এই জয়ে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে তারা। অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নেমে গেছে অ্যাস্টন ভিলা। আগামী মঙ্গলবার ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে লিভারপুল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ঝিনাইদহে বইয়ের মোড়ক উন্মোচন
৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২৪:০৮

সংবাদ ছবি
বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন কনকচাঁপা
৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫২:৫১





সংবাদ ছবি
কলকাতায় ৫ বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড
৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:১৮:১৫





Follow Us