• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:১৮:৪৫ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার ফেরত-আলোচনায় ভারতের ইতিবাচক সাড়া নেই: পররাষ্ট্র উপদেষ্টা

রংপুর প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারত এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি। তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের রায় নিয়ে তারা পরীক্ষা-নিরীক্ষা করছে, আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’৫ ডিসেম্বর শুক্রবার সকালে চার দিনের সরকারি সফরে রংপুরে পৌঁছে সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো তথ্য নেই বলে জানান উপদেষ্টা। তিনি আরও বলেন, তারেক রহমানের স্ত্রী সম্ভবত আজ দেশে ফিরবেন। এদিকে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে বেগম খালেদা জিয়াকে এখনো বিদেশে উন্নত চিকিৎসায় নেওয়া সম্ভব হয়নি, তবে দ্রুতই নেওয়ার প্রক্রিয়া চলছে।পররাষ্ট্র উপদেষ্টা জানান, নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতালে কার্যক্রম শুরু করতে চায় অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার এলে তারা কাজটি সমাপ্ত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।রংপুরের পিছিয়ে থাকা প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রসহ সামগ্রিক উন্নয়নে সরকারের ইতিবাচক মনোভাবের কথাও উল্লেখ করেন তৌহিদ হোসেন।সাক্ষাৎকার শেষে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে তাজহাট জমিদারবাড়ি পরিদর্শন করেন। বিকেলে রংপুর সার্কিট হাউসে চা-চক্রে অংশ নেওয়ার কথা রয়েছে তার। আগামীকাল তিনি রংপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং রংপুর জিলা স্কুল পরিদর্শন করবেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান