• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ দুপুর ১২:৪০:৫৩ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

৫ ট্রলারসহ ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৩১:০৩

সংবাদ ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে ৫টি মাছ ধরার ট্রলারসহ ৪০ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সশস্ত্র বিদ্রোহী সংঘটন আরাকান আর্মি। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের নাম ঠিকানা বা তাতে কতজন বাংলাদেশি বা রোহিঙ্গা জেলে রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

১০ সেপ্টেম্বর বুধবার বিকেলে সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী দক্ষিণ-পূর্ব সাগরে এ ঘটনা ঘটে। মিয়ানমারের আরাকান থেকে প্রকাশিত একটি অনলাইন সংবাদ মাধ্যমে গ্লোবাল আরাকান নেটওয়ার্ক (জিএএন) সংবাদটি প্রকাশ করেছে।

জিএএন’র প্রচারিত সংবাদ থেকে জানা গেছে, আরাকান সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিরা অবৈধভাবে মাছ ধরা অব্যাহত রেখেছে। যার কারণে একদিনে ৫টি মাছ ধরার নৌকা থেকে ৪০ জন জেলেকে আটক করা হয়েছে।

আটক জেলেদের আরাকান আর্মির কোস্টগার্ড আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে টেকনাফের সিনিয়র মৎস্য অফিসার দেলোয়ার হোসেন জানান, ঘটনার বিষয়ে আমি জানি না। খবর নিয়ে বলতে পারব।

টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুল হক জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ