• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:০১:৩০ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ছাত্রদলের পর একই কেন্দ্রে ভোট দিলেন শিবিরের ভিপি প্রার্থী

১১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৪৯:৪২

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩৩ বছর পর আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টায় শুরু হওয়া এ নির্বাচনে এরই মধ্যে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুল্লাহ আদিব। তার আগে একই কেন্দ্রে ভোট দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল কেন্দ্রে আদিব ভোট দেন।

ছাত্রশিবিরের প্যানেলে আরও যেসব প্রার্থী রয়েছেন- জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল হাসান ও নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক আলী জাকি শাহরিয়ার, সহ-সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শফিউজ্জামান শাহীন, সহ-ক্রীড়া সম্পাদক (ছেলে) মাহাদী হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (মেয়ে) লুবনা, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হাফেজ আরিফুল ইসলাম, সহ-সমাজসেবা সম্পাদক (ছেলে) তৌহিদ, সহ-সমাজসেবা সম্পাদক (মেয়ে) নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হোসনে মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর।
 
এ ছাড়া কার্যকরী সদস্য ছেলে (৩ জন) পদে রয়েছেন- হাফেজ তরিকুল, আবু তালহা, মহসিন। কার্যকরী সদস্য মেয়ে (৩ জন) পদে ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন।
 
বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে থাকবেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা।
 
ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেবেন (টিক চিহ্ন দিবেন)। বিশেষ ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬