ডেস্ক রিপোর্ট: ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন এবং তার প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি উল্লেখ করেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরভাবে অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং পারিবারিক আত্মীয়তার ভিত্তিতে প্রোথিত।
জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, শিক্ষাগত বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কসহ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করে তিনি জোর দিয়ে বলেন যে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত।
নিউইয়র্ক এবং কায়রোতে তাদের বৈঠকের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্ব এবং দারিদ্র্য বিমোচনে তার ভূমিকার প্রশংসা করেন, পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার আকাঙ্ক্ষার প্রশংসা করেন।
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক যোগসূত্র এবং অভিন্ন বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি। ড. হোসেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের একটি চিঠিও হস্তান্তর করেন, যেখানে পাকিস্তানে বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে এবং ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। উভয় পক্ষ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল দ্রুত পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান গতি বজায় রাখতে উভয় দেশ উচ্চ পর্যায়ের সফর বিনিময় অব্যাহত রাখবে। এ প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে তার সুবিধামত পাকিস্তানে একটি সরকারি সফরের জন্য আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ পক্ষ প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণও জানায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available