আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যার ঘটনাকে ‘অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘনিষ্ঠ এ মিত্রকে হারিয়ে শোক ও ক্ষোভ জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘নৃশংস এ হত্যাকাণ্ডে আমি শোক ও ক্ষোভে ভেঙে পড়েছি। আমেরিকার জন্য এটি অন্ধকারাচ্ছন্ন একটি মুহূর্ত।’
হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমার প্রশাসন এই নৃশংসতা এবং অন্যান্য রাজনৈতিক সহিংসতা ও এমন সংগঠনের অর্থায়ন ও সহায়তা করার পেছনে ভূমিকা রাখা সবাইকে খুঁজে বের করবে।’
স্থানীয় সময় গতকাল বুধবার আমেরিকার ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় চার্লি কার্ককে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তাঁর ঘাড়ে এসে লাগে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কার্ক।
এ ঘটনায় দুজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, কার্ককে গুলির ঘটনায় ওই দুজনের কোনো সম্পৃক্ততা নেই।
ইউটাহর গভর্নর এ ঘটনাকে ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছেন। পুলিশ এখনো সম্ভাব্য সন্দেহভাজন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন কার্ক। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এক পর্যায়ে কার্ক তাঁর ঘাড়ের দিকে হাত দেন এবং চেয়ার থেকে পড়ে যান। পাশের কোনো এক ছাদ থেকে এই গুলি ছোড়া হয় বলে মনে করা হচ্ছে।
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন। এক্সে কার্কের অনুসারীর সংখ্যা ৫৩ লাখ। পডকাস্ট ও রেডিও অনুষ্ঠান ‘দ্য চার্লি কার্ক শো’– এর উপস্থাপক ছিলেন তিনি। সম্প্রতি ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’– এর সহ-উপস্থাপক হিসেবেও কাজ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available