নিজস্ব প্রতিবেদক : রোগীদের সুবিধার জন্য রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে হুইলচেয়ার প্রদান করেছেন মোহাম্মদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফাজ উদ্দিন।
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় হাসপাতালের কর্তৃপক্ষের কাছে তিনি নিজ হাতে এই হুইলচেয়ারগুলো হস্তান্তর করেন।
এই মানবিক উদ্যোগের জন্য হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মিজানুর রহমান মো. আফাজ উদ্দিনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “হাসপাতাল সব সময় রোগীসেবায় ব্যস্ত থাকে। এ ধরনের সহযোগিতা রোগীদের জন্য যেমন তাৎক্ষণিক উপকার করবে, তেমনি হাসপাতালের ভবিষ্যতের উন্নয়নেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা আশা করি, এই ধারা অব্যাহত থাকবে।”
হুইলচেয়ার হস্তান্তর অনুষ্ঠানে হাসপাতালের ডাক্তার মো. আবদুল ওয়াদুদ, সহকারী পরিচালক (প্রশাসন), কনসালটেন্ট ও সার্জারি বিভাগের প্রধান ডা. মো. নাহিদ শিকদারসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হুইল চেয়ার হস্তান্তরের পর মো. আফাজ উদ্দিন বলেন, আমার ছেলের মৃত্যুর পরই এই মোহাম্মদ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়, আমরা নিয়মিত ফাউন্ডেশনের উদ্যোগে সহযোগীতা করার চেষ্টা করে যাচ্ছি। তাছাড়া মানুষের সেবা করাই আমাদের রাজনীতির মূল শক্তি। কুয়েত মৈত্রী বাংলাদেশ সরকারী হাসপাতালে বর্তমানে দুটি শাখায় ২১০টি ও ৪৫০টি শয্যা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এই শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে এবং পরে এটিকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা হবে। এটি আমাদের একটি ছোট উদ্যোগের শুরু মাত্র। জনগণের পাশে থাকা আমাদের প্রধান অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “এই হাসপাতাল শুধু চিকিৎসার কেন্দ্র নয়, অসহায় মানুষের শেষ ভরসাস্থল। আমরা চাই জনগণ চিকিৎসার অধিকার পাবে, কোনো অবহেলা নয়। আমদের দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফার মধ্যে স্বাস্থ্য সেবার কথা উল্লেখ রয়েছে, তাই ক্ষমতায় এসে স্বাস্থ্যখাতকে পুনর্গঠনের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে।
এই অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতাকর্মী, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা এবং রোগী- স্বজনরাও উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা এবং রাজনৈতিক অঙ্গীকারের সমন্বয়ে আয়োজিত এই উদ্যোগটি রোগীদের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available