• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:১৮:৫১ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

২৮ জুলাই ২০২৫ বিকাল ০৪:৪৬:৫১

সংবাদ ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি: জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি।

২৮ জুলাই সোমবার সকালে খাগড়াছড়ি অফিসার ক্লাবে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় তিনি বলেন, “এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এলাকার অসহায় ও দুস্থ মানুষরাও এখানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন। স্বাস্থ্য বিভাগের এ মহতী উদ্যোগকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই।”

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য চেয়ারম্যান শফিালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম সুমন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলার সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ এবং জুলাই যোদ্ধারা।

ক্যাম্পে সাধারণ রোগ নির্ণয়, চিকিৎসাপত্র প্রদান, রক্তচাপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষাসহ নানা চিকিৎসাসেবা প্রদান করা হয়। রক্তদান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্বাস্থ্য বিভাগ জানায়, ভবিষ্যতেও এমন মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
বিশেষ ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরছে বাংলাদেশ দল
১১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:০৯:৩০

সংবাদ ছবি
স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেফতার
১১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৪৮:৫৪