স্পোর্টস ডেস্ক: নেপালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতন ঘটেছে। দেশটিতে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই সহিংস পরিস্থিতির মধ্যে সেখানে আটকা পড়েছিল। টানা কয়েকদিন ধরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফিরতে পারছিলেন না জামাল ভূঁইয়ারা। সামরিক বাহিনীর সহায়তায় ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশেষ একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হচ্ছে তাদের।
মঙ্গলবার রাতে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর নেপালের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক এখন। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়া হয় বুধবার থেকে। আজ সকালে বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, বেলা সাড়ে ১১টার পর একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে রওনা দেবে। এই ফ্লাইটে ফুটবলারদের সঙ্গে ফিরছেন নেপালে ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।
বাংলাদেশ দল যে হোটেলে অবস্থান করছে, তার পাশের একটি বাড়িতে আগুন দিয়েছিল আন্দোলনকারীরা। বাংলাদেশের টিম হোটেলেও তারা এসেছিল। যদিও, ফুটবলারদের দেখে সেখান থেকে চলে যায়।
এর আগে গতকাল ১০ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় তপু জানান, বর্তমানে জাতীয় দল সেফ অবস্থায় আছে। গতকাল অনুশীলনও করেছে জাতীয় দলের ফুটবলাররা।
তপু বর্মণ বলেন, ‘আসলে গতকাল যেটা হয়েছিল, হঠাৎ একটা সমস্যা আমার ফেস করি। কিন্তু যেটা আমরা দেখছি, এখন নেপাল খুবই শান্ত আছে। যে টেনশনটা আমাদের ছিল এবং আমাদের পরিবারের ছিল, সবাই পরিবারের সঙ্গে কথা বলেছেন, বুঝিয়েছেন কী সমস্যা ফেস করেছি আর এখন কি অবস্থায় আছি। আমার কাছে মনে হয় যে, এখন আমরা সেভ আছি।’
প্রসঙ্গত, নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের শেষটি গতকাল মাঠে গড়ানোর কথা ছিল। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাতিল করা হয় ম্যাচটি। এরপরই বাংলাদেশ দল দেশে ফেরার টিকিট একদিন এগিয়ে আনে (প্রথমে ১১ সেপ্টেম্বরের টিকিট কাটা হয়েছিল)। বর্তমান অবস্থার প্রেক্ষিতে গতকাল বিকেলে দেশে ফেরার কথা ছিল ফুটবলারদের। কিন্তু সেটি সম্ভব না হওয়ায় আজ সামরিক বাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে পিরছে তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available