আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসলগ্ন চরের মাটি বিক্রি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে প্লাবিত হতে পারে ৩/৪টি গ্রাম সংবাদ প্রকাশের পর সহকারী কমিশনার ভূমি আমতলী মো. আশরাফুল আলম আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামে অবস্থিত বিজয় এন্ড শিশির ব্রিকসকে অবৈধভাবে সরকারি জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ৭০ হাজার টাকা জরিমানা করা করেন।

৫ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার ৩নং আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামে অবস্থিত বিজয় এন্ড শিশির ব্রিকস-এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।


অভিযান সূত্রে জানা যায়, লাইসেন্স না থাকায় এবং অবৈধভাবে সরকারি চরের জমির মাটি কেটে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানার অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে নির্দেশনা প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন আমতলী সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. আশরাফুল ইসলাম, ভূমি অফিসের কর্মকর্তা ও আমতলী থানা পুলিশের একটি দল।
ইটভাটা কর্তৃপক্ষ জানান, আমরা মাটি ক্রয় করেছি চাউলা গ্রামের মো. খালেক মৃধার কাছ থেকে অথচ জরিমানা করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available