• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:৪৩:৩৬ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় আসামি গ্রেফতার

২৭ জুন ২০২৫ বিকাল ০৪:০৭:২৭

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক ব্যবসায়ীকে দাঁড়ি ধরে টানাহেঁচড়া ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নাসিম ভূঁইয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২৭ জুন শুক্রবার সকালে ঢাকার আশুলিয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।

তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে, ঢাকার আশুলিয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নাসিম ভূঁইয়া বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

নাসিম ভূঁইয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোশারফ হোসেন ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে।

এর আগে, গত ২৩ জুন সোমবার রাত ৯টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মানিক কম্পিউটার’ নামের দোকানে ঢুকে দোকান মালিক আলী আজম মানিককে দাঁড়ি ধরে টানাহেঁচড়া করেন এবং এলোপাতাড়ি মারধর করেন নাসিম। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। 

পরে, ২৪ জুন মঙ্গলবার সকালে ভুক্তভোগী আলী আজম মানিক ঘিওর থানায় নাসিম ভূঁইয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
মানিকগঞ্জে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৩:২৬


সংবাদ ছবি
৫ ট্রলারসহ ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
১১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৩১:০৩




সংবাদ ছবি
কাতারের পর ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৩৫
১১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৪২:০১