রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে বখাটে স্বামী রাব্বি। ১০ সেপ্টেম্বর বুধবার রাতে শহরের কাঁঠালতলী এলাকায় ভিকটিম রিনির পিত্রালয়ে এই ঘটনা ঘটে।
ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় কোতয়ালী থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় রিনিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন।
এদিকে, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান জানিয়েছেন, পেটের নাড়িভূড়ি বের হওয়া গুরুত্বর আহত অবস্থায় এক নারীকে নিয়ে আসলে আমরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার করেছি।
আহত ভিকটিম নারীর বড় ভাই প্রতিবেদককে জানিয়েছেন, তিন বছর আগে রাঙামাটি শহরের তবলছড়ির খান মসজিদ এলাকার জনৈক নাজির ইসলামের ছেলে আব্দুস সালাম রাব্বির (২৮) সাথে কাঁঠালতলী এলাকার মৃত নজরুল ইসলামের কন্যা নওরীন আক্তার রিনির (২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী বখাটেপনার পাশাপাশি মাদকাসক্ত হয়ে পড়ে।
পেশায় ফার্নিচারের ফুল মিস্ত্রি হলেও সে মাসের অর্ধেক সময় কাজ না করে মাদক সেবনেই ব্যস্ত থাকতো এবং স্ত্রীকে মারধর করতো। মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে নাপেরে ভিকটিম রিনি গত কিছুদিন আগে নিজ পিত্রালয়ে চলে আসে।
এরপর থেকে স্বামী রাব্বিও শ্বশুর বাড়িতে এসে স্ত্রীর সাথে দেখা করতো। বুধবার রাতে স্বামী এসেই স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যেতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।
এসময় মাদকাসক্ত স্বামী রাব্বি তার সঙ্গে নিয়ে আসা ধারালো ছুরি দিয়ে স্ত্রী রিনির তলপেটে আঘাত করলে সাথে সাথেই পেটের ভেতর থেকে নাড়ি-ভুড়ি বের হয়ে আসে। এসময় রক্তক্ষরণে রিনি গুরুত্বর আহত হয়ে পড়লে তাকে রেখেই স্বামী রাব্বি পালিয়ে যায়।
পরে স্থানীয়রা কোতয়ালী থানা পুলিশের সহায়তা নিয়ে মুমূর্ষু অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশি ঘাতক স্বামী রাব্বিকে গ্রেফতারের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে বলে প্রতিবেদককে জানিয়েছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available