লালমনিরহাটে ক্ষিপ্ত হয়ে রোগীর মাথা ফাটালেন দন্ত চিকিৎসক
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে এক দন্ত চিকিৎসক তার রোগীকে মাথা ফাটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহত রোগীকে রক্তাক্ত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান তার পরিবার।৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরের মিশনমোড় এলাকায় জামান কমপ্লেক্সে ডা. রাশেদ তার নিজস্ব চেম্বারে এ ঘটনা ঘটে। আহত রোগী মজিদুলের (২৮) বাড়ি আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের চওড়া টারী গ্রামে।মজিদুলের স্ত্রী জেসমিন জানান, চিকিৎসক রাশেদ জামান প্রতি মাসে দাঁত ওয়াশ করার নাম করে দুই হাজার টাকা নিতেন। তবে কিছুদিন পরই পুনরায় প্রচণ্ড দাঁতে ব্যথা শুরু হলে চিকিৎসা নিতে স্বামীকে নিয়ে আজ তার দন্ত চেম্বারে যান। এরপর টাকার প্রসঙ্গ তুলে উত্তেজিত হয়ে পেপার ওয়েট দিয়ে রোগী মজিদুলের মাথায় আঘাত করেন ডা. রাশেদ। এতে তার মাথা ফেটে রক্তাক্ত হলে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করান।ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, তারা দেখেন আহত রোগীকে স্ত্রী ধরে পাশের একটি ক্লিনিকে নিয়ে যাচ্ছেন। এসময় তারা জানতে পারেন রোগীকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে ডাক্তার ক্ষিপ্ত হয়ে মারধর করেন এবং মাথা ফাটিয়ে আহত করেন। এ ঘটনার পরপরই চিকিৎসক রাশেদ জামান দ্রুত সটকে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চেম্বারের দরজায় তালা ঝুলতে দেখতে পেয়ে চলে যান। এর আগেও একাধিকবার তার নামে এধরনের অভিযোগ রয়েছে বলে তারা জানান।এ বিষয়ে ডা. রাশেদের ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে সেটিও বন্ধ পাওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে মিশন মোড় নিজস্ব জামান কমপ্লেক্স ভবনে ইনভাটিভ ডেন্টিস্ট্রি নামে চেম্বারে দন্ত চিকিৎসক হিসেবে রোগী দেখছেন।এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী ইসলাম বলেন, “ভুক্তভোগীর পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”