• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ সকাল ১১:৫৯:৫৩ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

৬ মার্চ ২০২৫ সকাল ০৯:৪২:৪৯

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকার অর্থদণ্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

৫ মার্চ বুধবার বিকেলে উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে রাঙ্গুনিয়া থানার পুলিশ ও কয়েকজন ছাত্র প্রতিনিধি।

ইউএনও মাহমুদুল হাসান জানান, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার পরিস্থিতি মনিটরিং এবং সংশ্লিষ্টদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এই অভিযান চালানো হচ্ছে।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৩টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনাও প্রদান করা হয়। রমজান মাসে বাজার পরিস্থিতি নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ