• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ১২:৪৬:৩২ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে ১৫টি কক্ষ পুড়ে ছাই

১১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:২০:২৩

সংবাদ ছবি

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ পশ্চিমপাড়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে মাওনা ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার জজ মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

১০ সেপ্টেম্বর বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং পুরো বাড়িটি আগুনে গ্রাস করে নেয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় প্রায় কোটি  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে অন্তত ১৪-১৫টি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির একটি কক্ষে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বাড়ির মালিক জজ মেম্বার জানান, আমাদের তিন ভাই বোনের ৩৮টি কক্ষের মধ্যে ১৫ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, “সকালে বাড়ির ভাড়াটিয়ার একটি কক্ষে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূচনা হয়। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসে বারবার ফোন দেওয়ার পরও রিসিভ করেন নাই। এজন্য ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূচনা হয়েছে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চরম আতঙ্ক ও হতাশা বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬