ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ ভবনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ড. শেলীনা নাসরীন এবং বিশেষ অতিথি হিসেবে মো. রফিকুল ইসলাম, জেসমিন আক্তার, নাসির মিয়া-সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষার্থীরা বলেন, ‘এই দিনটি আমাদের জন্য কষ্টের। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। হাজারো স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে থাকতে চাইলেও আর থাকতে পারছি না। আমাদের চলে যেতে হবে নতুন গন্তব্যে। আমরা যখন ভয় বা হতাশার মধ্যে ছিলাম, তখন আপনাদের দিকনির্দেশনায় আমরা পথ চিনেছি। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।’
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, ‘এটি সত্যি অনেক বড় একটা জার্নি। যেটা শেষ করার পর তোমরা আজ গ্রাজুয়েট। নতুন একটা জীবনে পদার্পণ করার এটা প্রথম পদক্ষেপ। তোমরা যখন শিক্ষকদের বিদায় জানাচ্ছো তখন তোমাদের রেখে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ছে। দোয়া করি, তোমরা তোমাদের স্বপ্নের জায়গায় যাও। আমরা অন্তর থেকে তোমাদের জন্য দোয়া করি। যদিও তোমরা এখান থেকে বিদায় নিচ্ছো, কিন্তু তোমরা আমাদের হৃদয়ে থাকবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available