• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ সকাল ১১:৪০:২৭ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মৌকারা দরবার শরীফের সুপারের পদত্যাগ দাবিতে মানববন্ধন

২৫ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:০২:৩১

সংবাদ ছবি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: যুগশ্রেষ্ঠ মহান অলী শাহ সূফী অলি উল্লাহ (রহ.) প্রতিষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোট মৌকারা দরবার শরীফ ও দারুচ্ছুন্নাত ওয়ালিয়া কমপ্লেক্সের সুপার মাও. আনোয়ার হোসেনের পদত্যাগসহ ছাত্রসমাজের ১৯ দফা দাবিতে মানববন্ধন করেছে অধিকার বঞ্চিত ছাত্রবৃন্দ, প্রাক্তন ছাত্রসমাজ ও সচেতন অভিভাবকবৃন্দ।

২৫ সেপ্টেম্বর বুধবার সকালে নাঙ্গলকোট বটতলা চত্বর এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে কমপ্লেক্স সুপার মাও. আনোয়ার হোসেনকে ‘দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন অন্যায় অত্যাচার, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ ও সকল অনিয়মের মূলহোতা ও দুর্নীতিবাজ’ হিসেবে আখ্যায়িত করা হয়। এসময় তারা সুপারের পদত্যাগসহ ১৯ দফা দাবি তুলে ধরেন।

কামিল ২য় বর্ষের শিক্ষার্থী সম্বনয়ক আব্দুল আউয়াল ফয়সাল বলেন, তাদের ১৯ দফা দাবি না মেনে নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

মানববন্ধন শেষ ছাত্ররা উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকীর হাতে স্মারকলিপি জমা দেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
মানিকগঞ্জে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৩:২৬