• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:৪৮:১৪ (08-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

চাঁদাবাজি ও জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, জমি দখল ও ভয়-ভীতি প্রদর্শন করে গ্রামবাসীকে অতিষ্ঠ করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার ফাজিলাবাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।অভিযুক্ত সাদিকুর রহমান শিপন (৩০) বরাইদ ইউনিয়নের ফাজিলাবাড়ি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।মানববন্ধনে ধামশর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আব্দুর রউফ, জেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মো. ঘটু মিয়া, বরাইদ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস খান, ব্যবসায়ী সুরিত খান, মোহাম্মদ বাবুল খান, শহিদ খানসহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা বলেন- আওয়ামী স্বৈরাচারের দোসর সাদিকুল রহমান শিপন সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। সরকারি উন্নয়ন প্রকল্পের কাজে বাধা দিয়ে চাঁদাবাজি করেছে। এলাকায় নিরীহ মানুষের জমি দখল করছে। এ বিষয়ে এলাকার যে বা যারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে তাকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে হত্যার হুমকি দিচ্ছে। তারা আওয়ামী লীগের সময়ও এই এলাকার মানুষদের ওপর জোর জুলুম করেছে। তাদের জোরজুলুম এবং অত্যাচার এখনো চালিয়ে যাচ্ছে তারা। আমরা এলাকাবাসী শিপনগং থেকে মুক্তি চাই।