• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:৩৮:৩৯ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলে কোটা সংস্কার‌ আন্দোল‌নে মহাসড়‌কে যানচলাচল বন্ধ

১৭ জুলাই ২০২৪ দুপুর ০২:৪৭:৩৬

সংবাদ ছবি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব গোল চত্ত্বর এলাকায় অবস্থান ক‌রে কোটাবি‌রোধী কর্মসূচি পালন কর‌ছে শিক্ষার্থীরা। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে যানবাহন চলাচল বন্ধ‌ র‌য়ে‌ছে।

১৭ জুলাই বুধবার সকাল সা‌ড়ে ১০টা হ‌তে বঙ্গবন্ধ‌ু সেতু গোল চত্ত্বর এলাকায় অবস্থান নি‌য়ে শিক্ষার্থীরা বি‌ভিন্ন স্লোগান দি‌চ্ছে। আন্দোল‌নের কার‌ণে বঙ্গবন্ধ‌ু সেতুর উপরসহ মহাসড়‌কের প্রায় ১০ কি‌লো‌মিটার এলাকায় প‌রিবহন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীরা এই আন্দোল‌নে যুক্ত হ‌য়ে‌ছে।

এদি‌কে মহাসড়‌কে প‌রিবহন চলাচল না করায় বঙ্গবন্ধ‌ু সেতু‌তে টোল আদায় বন্ধ রে‌খে‌ছে সেতু কর্তৃপক্ষ। ফ‌লে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে চলাচলকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থী‌রা জানান, কোটা প‌দ্ধতি সংস্কার করা হোক। যতক্ষণ পর্যন্ত কোনো সুরাহা না হ‌চ্ছে ততক্ষণ পর্যন্ত সড়ক ছাড়‌বো না। এছাড়া নিরীহ শিক্ষার্থী‌দের যেভা‌বে হত‌্যা করা হ‌য়ে‌ছে সেটার বিচার চাই।

বঙ্গবন্ধু সেত‌ুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, শিক্ষার্থীরা এক‌ত্রিত হ‌য়ে তারা মহাসড়‌কের গোল চত্ত্বর এলাকায় অবস্থান নি‌য়েছে। তা‌দেরকে মহাসড়ক ছে‌ড়ে দেয়ার জন‌্য বারবার বলা হ‌চ্ছে। আন্দোল‌নের কার‌ণে মহাসড়‌কে প‌রিবহন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
বিশেষ ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরছে বাংলাদেশ দল
১১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:০৯:৩০

সংবাদ ছবি
স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেফতার
১১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৪৮:৫৪