• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ সকাল ১১:৫০:৫৮ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রেলওয়ের তার চুরি, ৪ চোর গ্রেফতার

২৩ নভেম্বর ২০২৩ সকাল ১১:০৮:৪৪

সংবাদ ছবি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে রেল স্টেশন সংলগ্ন ইয়ার্ড থেকে তার চুরির ঘটনায় চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। ২১ নভেম্বর মঙ্গলবার রাত দেড়টার দিকে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রেলওয়ে নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, রেল স্টেশন সংলগ্ন ইয়ার্ডে অবস্থান করা ৫০২৮ সিরিজের যাত্রীবাহী একটি বগির জাম্পার ক্যাবল চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে রেলওয়ে নিরাপত্তাবাহিনী। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্যদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন পার্বতীপুর পৌর শহরের রোস্তর নগর এলাকার মোনোয়ার হোসেনের ছেলে অন্তর হোসেন (২৭), একই এলাকার মোজাম্মেল হকের ছেলে রবিউল ইসলাম (২৮), সাহেপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে দুর্জয় (২০) এবং দিনাজপুর সদরের ষষ্টিতলা এলাকার একরামুল হকের ছেলে মো. মোমিন (৩০)।

পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ  আহসান হাবিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে চুরির ঘটনায় একাধিক মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ