কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রলীগের পুনর্বাসন, বিবাহিত, অছাত্র ও টাকার বাণিজ্যের মাধ্যমে কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে একাংশের নেতাকর্মীরা।
১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মিছিলের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় অবরোধ করেন তারা।
বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন উপজেলা ছাত্রদল নেতা সৌরভ হোসেন, ইমরান উদ্দিন, হাফিজ উদ্দিন তুষার, কাজী হিমেল ও আনোয়ার হোসেন।
বিক্ষোভ শেষে উপজেলা ছাত্রদল নেতা ও কনকাপৈত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান উদ্দিন অভিযোগ করেন, কেন্দ্রীয় ছাত্রদল উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রলীগের পুনর্বাসন, বিবাহিত, অছাত্র ও টাকার বাণিজ্যের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একতরফা কমিটি ঘোষণা করেছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানাচ্ছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available